সল্প গতি সম্পন্ন ঘূর্ণিঝড় মিথিলি'র সামান্য সময়ের তান্ডবে পটুয়াখালীতে আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। উপরে পড়েছে অসংখ্য গাছপালা।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঘূর্নিঝড় মিধিলি উপকূল অতিক্রমের সময় এ তান্ডব চালায়। জেলা প্রশাসন প্রথমিকভাবে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে।
জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, জেলায় ৬টি বসতবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ১৩১টি ঘরবাড়ি ও ১টি বিদ্যালয়ের। উপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, ২২ হাজার হেক্টর জমির আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। নষ্ট হয়ে গেছে দেড় হাজার হেক্টর জমির সবজি। এতে বড় লোকসানের মুখে পড়েছে আমন চাষীসহ মৌসুমি সবজি চাষীরা।
মৌডুবি মৎস্য ব্যাবসায়ী সুত্র জানায়, মৌডুবী সংলগ্ন বঙ্গোপসারে ১২ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় ওই ট্রলারসহ এখনো নিখোঁজ রয়েছে ৮ জেলে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, মিথিলি'র কারনে কিছু নিচু আমন ও সবজি ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। এসব পানি আপসারনে কৃষকদের সাথে কাজ করছে মাঠ পযার্য়ের অফিসারগন। তারা সম্ভাব্য ক্ষয়ক্ষতিসহ ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারনা করা হচ্ছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনে কাজ করছে কৃষি বিভাগ।
এআই