গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধীদের কে নিয়ে মূল্যায়ন সভা করলেন দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সাপোর্ট সার্কেলের প্রতিনিধি দল।
শনিবার রাতে (১৮ নভেম্বর) উপজেলা পল্লিবিদুৎ লাসানিয়া কমিউনিটি সেন্টারে দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সাপোর্ট সার্কেল প্রতিনিধি দল মাহমুদা প্রতিবন্ধী আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের কে নিয়ে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল সাপোর্ট সার্কেল এর প্রেসিডেন্ট অধ্যাপক জেওন ইউন, বাংলাদেশ অ্যাডভান্টেজ সেমিনারি স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক উন গাউন পার্ক।
আরও উপস্থিত ছিলেন কিম হেইয়ং, কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, কালিয়াকৈর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি এম এরশাদুল আলম , মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার কবীর সহ শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা ও অভিভাবকরা তাদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাওয়া পাওয়ার কথা বলেন।
পরে জি এস সি'র প্রতিনিধি দল শিক্ষার্থীদের সহায়ক ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করে। শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চায় গ্লোবাল সাপোর্ট সার্কেল।
এআই