এইমাত্র
  • লক্ষ্মীপুরে ছাত্র হত্যায় অংশ নেওয়া যুবলীগ ক্যাডার আরজু ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে!
  • শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
  • চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার
  • একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
  • রাশমিকাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা
  • বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার ‘ষড়যন্ত্র’ ফাঁস
  • লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা
  • ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ ডিসেম্বর, ২০২৪
    জাতীয়

    ‘রেমিট্যান্স প্রণোদনায় জালিয়াতি’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:১০ পিএম

    ‘রেমিট্যান্স প্রণোদনায় জালিয়াতি’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
    ছবি: সংগৃহীত

    আজ বুধবার, ১৭ জুলাই। চলমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে দৈনিক পত্রিকায় আজ প্রকাশিত কিছু খবরগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে কোটা আন্দোলন, ব্যাংক চলছে ঋণে ও রেমিট্যান্সসহ অন্যান্য খবরগুলোর গুরুত্ব পেয়েছে। সেসব খবর থেকে কিছু আলোচিত খবরের কিছু অংশ তুলে ধরা হলো:

    (১) আজকের পত্রিকা: প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা

    প্রথম পাতার শিরোনামে এই প্রতিবেদনে বলা হচ্ছে, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর অংশ হিসেবে পিএসসি কর্মকর্তাদের মডারেশন কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা, পাসওয়ার্ড-সংবলিত অত্যাধুনিক ট্রাঙ্ক ব্যবহার, ডিজিটালি রুম বন্ধ করা ইত্যাদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং তাঁদের অবৈধ অর্থের উৎস অনুসন্ধানে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনাও দিয়েছে পিএসসি।

    (২) প্রথম আলো: আমার নিরীহ ছেলেকে মারল কে, প্রশ্ন শাহজাহানের মায়ের

    প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে চুপ করে বসেছিলেন মা আয়েশা খাতুন। এ সময় একজন মুঠোফোনে মো. শাহজাহানের ছবি দেখান তাঁকে। তখন মুঠোফোনে চুমু দিয়ে আয়েশা খাতুন চিৎকার দিয়ে কেঁদে উঠে বলেন, ‘ও শাহজাহান, আমাকে ফাঁকি দিয়ে তুই কই চলে গেলিরে বাবা!’

    ঢাকা মেডিকেলে আনতে আনতে শাহজাহানের মৃত্যু হয়। তখনো তাঁর পরিচয় জানা ছিল না। ঘণ্টাখানেক পরে মা আয়েশা খাতুন এসে ছেলের লাশ শনাক্ত করেন।

    অনেক কষ্ট করে শাহজাহানকে বড় করে তোলার কথা জানিয়ে বিলাপ করে আয়েশা খাতুন বলেন, ‘এত কষ্ট করে শাহজাহানকে বড় করে তুললাম, বিয়ে করালাম, আজ গুলি করে আমার ছেলেকে মেরে ফেলা হলো। আমি ছেলে হত্যার বিচার চাই।’

    (৩) আজকের পত্রিকা: চিন্তিত সরকার, তবে পিছু হটবে না

    এটি আজকের পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন। এখানে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বড় বড় শহরে।

    এতে ছয়জন নিহত এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েক শ আহত হয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়েছে সরকার।

    সমাধানের উপায় নিয়ে ভাবলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত এ বিষয়ে কোনও ছাড় না দেওয়ার অবস্থানেই ছিল সরকার ও ক্ষমতাসীনেরা। আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।

    (৪) সমকাল পত্রিকার: হামলা-সংঘর্ষে নিভল ৬ প্রাণ

    সমকাল পত্রিকার প্রধান শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

    গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চার শতাধিক। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দু’জন ও রংপুরের একজন রয়েছেন। এদিকে আন্দোলনকারীরা প্রথমে জানিয়েছিল, পবিত্র আশুরার কারণে আজ বুধবার কর্মসূচি স্থগিত থাকবে। তবে রাতে তারা ঘোষণা দেয়, আজ দুপুরে রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি থাকছে।

    উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেওয়া হয়েছে হলত্যাগের নির্দেশ। এমনকি, বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

    (৫) আজকের পত্রিকা: রেমিট্যান্স প্রণোদনায় জালিয়াতি

    পত্রিকার প্রথম পাতার শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার নগদ অর্থ বিতরণে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকসহ মোট ১২ ব্যাংকে জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর। রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে সংস্থাটির কমপ্লায়েন্স অডিট প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্সের প্রণোদনা-সংক্রান্ত হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা ক্ষতি হয়েছে।

    রেমিট্যান্সের প্রণোদনা বিতরণ নিয়ে ২০১৯-২০ থেকে ২০২০-২১ অর্থবছরে এসব নিরীক্ষা চালায় সিএজি দপ্তর। নিরীক্ষায় অনিয়ম ধরা পড়া রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক হলো সোনালী,

    অগ্রণী, জনতা এবং রূপালী। আর বেসরকারিগুলো হলো পূবালী, ডাচ্- বাংলা, ব্র্যাক, এনসিসি, সাউথইস্ট, মিউচুয়াল ট্রাস্ট এবং ব্যাংক এশিয়া। ব্যাংকগুলো ৬ হাজার ১১৯টি লেনদেনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম করেছে। আর অনিয়মের ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে সুপারিশ করা হয়েছে অডিট রিপোর্টে।

    এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড.

    আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন, প্রবাসীদের কষ্টে অর্জিত আয়ের বিপরীতে প্রণোদনা অর্থ পুরোটা না পেলে আগ্রহ হারাবেন। সম্প্রতি ডলারের দাম বৃদ্ধির ফলে প্রণোদনা বন্ধ করলে সমস্যা হবে না। তবে কোনোভাবে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হয়রানি কিংবা কড়াকড়ির শর্ত থাকা উচিত নয়।

    সিএজির অডিট প্রতিবেদন অনুযায়ী, সোনালী ব্যাংকের দিলকুশার ওয়েজ আর্নার্স শাখার ভাউচার যাচাই করে দেখা গেছে, সেখানে ট্রেড

    ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ২ লাখ ৫২ হাজার টাকা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। একইভাবে জনতা ব্যাংকের লোকাল অফিস ও ফরেন ওয়েজ আর্নার্স শাখার মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ টাকা সরকারের ক্ষতি হয়েছে। অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখা, রূপালী ব্যাংকের মতিঝিল শাখা, ব্যাংক এশিয়ার কারওয়ান বাজার শাখা এবং ডাচ্-বাংলা ব্যাংকের মতিঝিল শাখার মাধ্যমে সরকারের ক্ষতি হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান শাখা, এনসিসি ব্যাংকের সিলেটের চৌহট্টি শাখা রেমিট্যান্সের নগদ প্রণোদনা অর্থ পরিশোধ না করেই বানোয়াটভাবে অতিরিক্ত খরচ পরিশোধ হিসাবে দেখানো হয়েছে। এতে সব মিলিয়ে ক্ষতি প্রায় ৪৯ কোটি ৭ হাজার টাকা।

    (৬) প্রথম আলো: ‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার!’

    এটি প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর। এখানে কোটা সংস্কারের দাবিতে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।

    মৃত্যুর আগের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা স্মরণে ফেসবুকে আবু সাঈদ লিখেছিলেন, “স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার!”

    “আপনার সমসাময়িক সময়ে যাঁরা ছিলেন, সবাই তো মরে গেছেন, কিন্তু আপনি মরেও অমর। এই প্রজন্মে যাঁরা আছেন, আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন। কিন্তু যত দিন বেঁচে আছেন, মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সঙ্গে সঙ্গেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে।”

    আবু সাঈদ তার বক্তব্য উপস্থাপনের পরদিনই পুলিশের গুলিতে নিহত হন। শহীদ শামসুজ্জোহাও যেমন ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন, “আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।” এই কথা বলার ঠিক পরের দিনেই বিক্ষুব্ধ ক্যাম্পাসে ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এবং ঘাতকদের গুলিতে নিহত হন।

    (৭) দেশ রূপান্তর: মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে

    এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর। এই প্রতিবেদনের শিরোনামে প্রধানমন্ত্রী’র বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের (পিএমও) হলে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪’-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বলেন, “আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা জাতি। তাই বিশ্বদরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করেই চলব। সেভাবেই আমাদের গড়ে উঠতে হবে।”

    “যারা মুক্তিযোদ্ধা, তাদের কথাটা মাথায় রাখতে হবে। মুক্তিযোদ্ধারা অনেকেই জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ করে শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় এনে দিয়েছেন। কাজেই তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে।”

    (৮) যুগান্ত: অস্ত্রধারী যুবকদের ধরতে মাঠে র্যাব ও গোয়েন্দা

    এটি যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর। এখানে বলা হয়েছে, কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে সোমবার আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি করতে দেখা গেছে কয়েক যুবককে।

    এই যুবকদের পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের গোয়েন্দা ইউনিট এরই মধ্যে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

    অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের আড়ালে বহিরাগতরা ঢুকে গুলি এবং ককটেল বিস্ফোরণের মতো তাণ্ডব চালিয়েছে।

    আন্দোলনকারী শিক্ষার্থীরা কারো শেখানো বুলি বলছেন: স্বরাষ্ট্রমন্ত্রী— এটি সংবাদ পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম।

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্ররা কারও শেখানো ‘বুলি’ বলছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি তারা আদালতে এসে তাদের দাবি বলুক।”

    গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাত ঘটালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটা করবে।

    (৮) নয়া দিগন্ত: কিছু ব্যাংক চলছে ঋণ করে

    এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন। এখানে বলা হয়েছে, কিছু ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

    টাকার সংকটে পড়া ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে বাংলাদেশ ব্যাংক থেকেও নিয়মিত ঋণ নিচ্ছে। গত দুই দিনে তারা ধার করেছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দিয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।

    ব্যাংকাররা জানিয়েছেন, এক শ্রেণীর ব্যাংক পরিচালকরা ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিচ্ছেন। কিন্তু দিন শেষে ওই অর্থ পরিশোধ করছেন না।

    (৯) বণিক বার্তা: আনুষ্ঠানিক কর্মসংস্থানে বিশ্বে শেষ দশে বাংলাদেশ

    পত্রিকার প্রধান শিরোনানের এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কর্মজীবীদের বড় অংশই কাজ করছেন প্রাতিষ্ঠানিক কাঠামোবিহীন অনানুষ্ঠানিক খাতে বা ইনফরমাল চাকরিতে।

    সাধারণত যেসব চাকরিতে আইনি সুরক্ষা পাওয়ার মতো সুযোগ ও কাঠামো থাকে না; সেগুলোকেই এ খাতের অন্তর্ভুক্ত ধরে নেয়া হয়। বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২২-এর তথ্য অনুযায়ী, দেশের শ্রমশক্তির ৮৪ দশমিক ৯ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। আর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২২ সালের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কর্মসংস্থানে সবচেয়ে বিশ্বে পিছিয়ে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ।

    বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর বলেন, “আনুষ্ঠানিক কর্মসংস্থানের সংকটের কারণে উচ্চ শিক্ষিত তরুণরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আগে দেখা যেত শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি সরকারি চাকরির চেষ্টা করত। কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবারই লক্ষ্য সরকারি চাকরি। কোটা আন্দোলনের মতো আন্দোলনেও বিষয়টির প্রভাব রয়েছে।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…