চলমান প্যারিসে আয়োজিত অলিম্পিকে এবার তিনজন ইসরায়েলি অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। তবে জানা গেছে সম্প্রতি তারা হত্যার হুমকি পেয়েছে। যদিও এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, ইসরায়েলি অ্যাথলেটদের মৃত্যুর হুমকি পাওয়ার খবরটি জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরালদ দারমানিন।
গত সপ্তাহেই ফরাসি কর্তৃপক্ষকে এই বিষয়ে সতর্ক করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি অ্যাথলেট এবং দেশটির পর্যটকদের ওপর হামলা করতে ইরানের পৃষ্ঠপোষকতায় একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে অলিম্পিকে ২৪ ঘণ্টা নিরাপত্তা-সুবিধা পাচ্ছেন ইসরায়েলের অ্যাথলেটরা। তাদের সঙ্গে রাখা হয়েছে ফ্রান্সের এলিট ট্যাকটিক্যাল ইউনিটস।
গত শনিবার (২৭ জুলাই) প্যারাগুয়ের কাছে ৪-২ গোলে হেরে যায় ইসরায়েল। এরপর ইসরায়েলি ফুটবলারদের গ্যালারি থেকে ঘৃণা প্রদর্শন করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের গালি দেয়ার পাশাপাশি গ্যালারি থেকে গাজা যুদ্ধের ব্যানারও প্রদর্শন করা হয়। সেখানে কৌঁসুলিদের আলাদা বিবৃতিতে বলা হয়, প্যারাগুয়ের বিপক্ষে সেই ফুটবল ম্যাচে কিছু সমর্থক মুখোশ এবং কালো পোশাক পরে এসেছিলেন, সঙ্গে ছিল ফিলিস্তিনের পতাকা এবং ব্যানারে লেখা ছিল 'গণহত্যার অলিম্পিক'।
এবি