দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. ঈসমাইল হোসেন। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি লাভ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী ও স্বজনরা।।
এর আগে এদিন দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানি শেষে বিচারক মমতাজ বেগম ঈসমাইলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট একেএম মাইনুল হক মিলন বলেন, বাদীর অভিযোগের সঙ্গে ভিকটিমের জবানবন্দি সাংঘর্ষিক। মূলত ভিকটিম ঈসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় এই মামলাটি দায়ের হয়েছে। তবে মামলার শুনানি শেষে আদালতে তাকে জামিন দিয়েছেন।
ইসমাইলের ছোট ভাই এনামুল হক বলেন, মিথ্যা ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি করা হয়েছিল। পরে ভিকটিম আদালতে এসে তার জবানবন্দিতে নিজেকে ইসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী স্বীকার করেছে। এর মধ্য দিয়ে আমরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছি। আশা করছি মামলার চূড়ান্ত রায়েও ন্যায়বিচার পাব।
ইসমাইলের জামিনে উচ্ছ্বসিত সহকর্মী মো. ফিরুজ আলম বলেন, ইসমাইল ভাই জামিনে মুক্ত হওয়ায় আমরা খুশি। এখন দেশবাসী ইসমাইল ভাইয়ের আর ভালো ভালো কনটেন্ট ভিডিও দেখতে পারবে বলে আশা করছি।