বচ্চন পরিবারকে নিয়ে চর্চা থামছেই না! মঙ্গলবারই ভারতের সংসদের অধিবেশন থেকে জয়া বচ্চনের ক্ষুব্ধ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসবের মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে পাওয়া গেল নতুন খবর।
ঐশ্বরিয়া বর্তমানে নিউ ইয়র্কে। অভিষেক ও আরাধ্য বচ্চনকে ছেড়ে একাই সেখানে দেখা গেছে তাকে। ইনস্টাগ্রামে, ঐশ্বরিয়ার এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা গেছে যে অভিনেত্রী বর্তমানে নিউ ইয়র্কে আছেন।
ঐশ্বরিয়ার সেই ভক্ত যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই এসেছিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়াকে নিয়ে এত বিতর্ক, চর্চার মাঝেও নিজের ভক্তের অনুরোধ ফেললেন না তিনি। হাসিমুখে সেলফি তুললেন।
ছবি শেয়ার করে ঐশ্বরিয়ার ভক্ত লেখেন, ‘জীবনে দুবার নিজের আইডলের সঙ্গে দেখা হওয়া আলাদা করে জানানোর মতো ব্যাপার। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’
আম্বানিদের বিয়ের পরেই মুম্বাই ছাড়তে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। সেই সময় সঙ্গে ছিল মেয়ে আরাধ্য। অভিষেক বর্তমানে মুম্বাইতে। তবে কি, ভাঙনের জল্পনা সত্যি?
অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বর্য আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন আরাধ্যা আর ঐশ্বর্য আসেন আলাদা। এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে। যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় লাইক করে, আলাদা হওয়ার জল্পনাকে উসকে দেন অমিতাভ-পুত্র।
এইচএ