হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শিক্ষার্থী হতাহত ও দেশব্যাপী পরিকল্পিত ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচী কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের এবং দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। বক্তব্যে উপাচার্য বলেন, ‘শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহত ও দুষ্কৃতিকারীদের দ্বারা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনা আমাদের ব্যথিত করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে এমন তান্ডব যারা চালিয়েছে আমরা তাদের সুষ্ঠু বিচার দাবী করি’।
এমআর