চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ জুনায়েদ (২৭) নামে এক যুবকের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ আগষ্ট) উপজেলার নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উক্ত এলাকার মালির বাড়ির মৃত হাবিবের পুত্র।
জানা যায়, নিহত জুনায়েদ বাড়ির পাশের জমির পানিতে একা মাছ ধরতে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তার লাশ জমির পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, সে মৃগীরোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে,পানিতে থাকা অবস্থায় রোগ দেখা দিলে সেখানে ডুবে মারা যায়।
স্থানীয় কাউন্সিলর মুহাম্মদ ইয়াকুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পিএম