ভারী বৃষ্টিতে কারো কারো সমস্যা হলেও চোর ডাকাতের বেড়ে যায় উৎপাত। কয়েকদিন ধরেই অঝোরে বৃষ্টি আর হিমশীতল হাওয়া দেশজুড়ে। এই হিমশীতল রাতে যখন পুরো বরিশাল জেলায় গৌরনদী উপজেলা ঘুমের রাজ্যে রাজ করে ঠিক তখনি গৌরনদী উপজেলার টরকী বন্দরে ঘটে গেলো পুলিশ ক্যাম্পের পাশের দোকানে দুর্ধর্ষ চুরি।
খোঁজ নিয়ে জানা গেছে, টরকী বন্দরে অবস্থিত পুরাতন পুলিশ ফাড়ির সামনের একটি কনফেকশনারি দোকানে এই কাণ্ড ঘটেছে। দোকানকর্তার নাম জামাল হোসেন। প্রায় ২৬ হাজার টাকার মতো মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানান তিনি।
তার সাথে কথা হলে সময়ের কন্ঠস্বরকে বলেন, আমার সবশেষ হয়ে গেলো। কি করব বুঝতে পারছি না, কিভাবে কি ঘটলো আমার বুঝে আসে না। প্রায় ১২ হাজার টাকার সিগারেট এবং নগদ ৮ হাজার ৯৩০ টাকা ও ৫ হাজার ৬শ’ টাকার সমমূল্যের মালামাল চুরি হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দোকানদারা।
গৌরনদীর (ওসি তদন্ত), মাজাহারুল ইসলাম বলেন, যদি ঘটে থাকে তাহলে দুঃখজনক। থানায় কেউ অভিযোগ করেননি এই ঘটনা নিয়ে। যদি অভিযোগ করেন তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টরকী বন্দর পুলিশ ফাড়ির দ্বিতীয় ইনচার্জ এএসআই মোহাম্মদ মোহাসিন, এই ব্যাপারে আমাদের কেউ অভিযোগ দেয়নি, দুখজনক। ঘটনার স্থালে আমাদের টিম অনেক রাত অবদি ছিল। হয়তো আমাদের চলে যাবার পরে এই ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দাবি ভিন্ন, তাদের মধ্যে অনেকেই বলেন, কাছেই পুলিশ ক্যাম্প থাকা সত্বেও কিভাবে চুরি হয়? তারা কি টহল দেন না? দায়িত্ব অবহেলা করে?
এইচএ