এইমাত্র
  • অভিনয়শিল্পী সংঘের নেতাদের তিন দিনের আল্টিমেটাম
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    খেলা

    বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

    বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

    বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারান শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও পাশে দাড়ালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।

    শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে। গতকাল ফেসবুকে এমন ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যাপশনে লেখেন, ‘আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ মাত্র ৩৪ মিনিটে পোস্টটিতে ৬৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেন।


    কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। সুজন আহমেদ নামের একজন লেখেন, ‘অনেক ধন্যবাদ, আপনার জন্য সম্মান।’ ফেরদৌস আহমেদ নামের আরেকজন লেখেন, ‘আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।’

    এর আগে গত ১৯শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। ওই মুহূর্তে গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’ প্রায় দুই লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন।

    গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…