সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যে ঢাকা থেকে ২০৫ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার ফ্লাইট নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে গিয়েছে।
বুধবার (৭ আগস্ট) ভোরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে যায়।
এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে এএনআইয়ের প্রতিবেদেন বলা হয়েছে, ওই বিশেষ ফ্লাইটে ৬ শিশুসহ ২০৫ জন যাত্রী ছিল।
প্রতিবেদেন বলা হয়েছে, ঢাকা বিমানবন্দরে অবকাঠামোগত চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প নোটিশে এয়ার ইন্ডিয়া বিশেষ এই চার্টার ফ্লাইট পরিচালনা করেছে। ফ্লাইটটি ইতোমধ্যে অবতরণ করেছে, বলে এয়ার ইন্ডিয়া সূত্র জানায়।
বিমান পরিষেবা সংস্থাটির এক কর্মকর্তা এএনআইকে বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা-দিল্লি আপডাউন ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশেষ বিবেচনায় এবং সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে আজকের ফ্লাইটটি পরিচালিত হয়েছে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার থেকে ঢাকা-দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করছে ভারতের অপর দুই বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং ভিস্তারা। কোম্পানি দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।