ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে ‘আয়নাঘর’ থেকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
তার সন্ধান চেয়ে আদালতে ‘হেবিয়াস কর্পাস’ দায়ের করা আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বুধবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম আরমান আট বছর পর বন্দিশালা থেকে মুক্ত হয়ে গত মঙ্গলবার ভোরে নিজ নিজ বাসায় ফেরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএফ