এইমাত্র
  • নগরের প্রধান সড়কে সোমবার থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা
  • ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি’
  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চালু হতে পারে ঢাবির ক্লাস
  • বাউফলে বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ
  • নতুন সিনেমায় নিশো-তমা, শুটিং সামনে মাসেই!
  • জাহাজ থেকে পাচার করা বিদেশি রংসহ ১১ মামলার আসামি গ্রেফতার
  • মিরসরাইয়ে তীব্র নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
  • পলাশবাড়ীতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষক বরখাস্ত
  • জুড়ী সীমান্তে দুই রোহিঙ্গাসহ আটক ৫
  • সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ
  • আজ রবিবার, ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কুমিল্লায় রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবকদল নেতা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

    কুমিল্লায় রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবকদল নেতা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে সারাদেশের ন্যায় কুমিল্লায়ও শুরু হয় আনন্দ, উল্লাস ও বিজয়ধ্বনি।

    পাশাপাশি, উত্তেজিত ছাত্র ও জনতার দীর্ঘ ১৬ বছরের ক্ষোভ গিয়ে পড়ে বিভিন্ন সরকারি স্থাপনা ও আ. লীগ নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়ের উপর। শুরু হয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা।

    এসময় একসময়কার কুমিল্লার জনমানুষের নেতা খ্যাত বাহাউদ্দিন বাহার কিংবা নগর কন্যা খ্যাত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা কাউকেই দেখা যায় নি। পাশাপাশি, লেজ গুটিয়েছে এমপি বাহারের কর্মী সমর্থকরাও। উত্তেজিত জনতার রোষানলে পড়ে দিগবেদিক পালাচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা।

    এসময়, উত্তেজিত জনতার রাষ্ট্রীয় সম্পদ ভাংচুর ও লুটপাটের খবর শুনে ছুটে এসেছেন কুমিল্লার স্বেচ্ছাসেবকদল নেতা নিজাম উদ্দিন কায়সার। সবার আগে ছুটে গিয়েছেন, কুমিল্লা কোতওয়ালী মডেল থানায়। বিক্ষুদ্ধ জনতার ক্রোধের মুখে থানায় অবস্থানকারী কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে দেখা দেয় আতঙ্কের ছাপ। এমন পরিস্থিতিতে নিজামউদ্দিন কায়সার এগিয়ে এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে ফেরত পাঠান। এসময় পুলিশের পাশে থাকার জন্য নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট।

    সোমবার (৫ আগস্ট) বিকেলে কোতোয়ালি মডেল থানায় গিয়ে এমন মহানুভবতা দেখিয়ে নগরজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও তরুণ ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার। এসময় উত্তেজিত ছাত্র জনতার রোষানল থেকে কুমিল্লা কোতোয়ালি থানাসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় ছাত্র জনতাকে শান্ত রাখতে তিনি বক্তব্য দেন।

    তিনি বলেন, কুমিল্লার পুলিশ অনেক মানবিক। গত শনিবার আওয়ামী লীগের হানাদার বাহিনী ও টোকাই বাহিনী যখন হামলা চালায়, ঠিক সেই মুহূর্তে আমাদের মা-বোনদের পুলিশ লাইনে আশ্রয় দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দিয়ে কুমিল্লার পুলিশ মানবিকতার পরিচয় দিয়েছে।

    তিনি আরও বলেন, এই কোতোয়ালি থানা রাষ্ট্রীয় সম্পদ ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব- সবাই আমাদের সম্পদ রক্ষা করব। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসকে সঙ্গে করে নিয়ে এসে কুমিল্লা ক্লাব, কুমিল্লা জিলা স্কুল, নিউমার্কেটকে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় ব্যতিক্রমী ভূমিকা পালন করেন নিজাম উদ্দিন কায়সার।

    প্রসঙ্গত, ছাত্র নেতা নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা সিটি করপোরেশনের বিগত দুটি নির্বাচনে জনতার প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে নগরীসহ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিনের শ্যালক।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…