কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নাঈম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান।
নিহত নাঈম উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর ধনুর বাড়ীর মৃত রিটন মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন নাঈম। তিনি উপজেলার কালটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমদাদুল হক জুটন নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।