রাজধানীর মিরপুর শাহ আলী থানাধীন উত্তর বিশিল এলাকায় জোরপূর্বক মিরপুরে বেদখলকৃত বাড়ি ও জমি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
রবিবার ১ সেপ্টেম্বর জোরপূর্বক বাড়ী, দখল ও ভাড়া উত্তোলন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মো: সোহরাব হোসেন।
সংবাদ সম্মেলনে সোহরাব হোসেন বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম দেওয়ান (৫৩) ক্ষমতাবলে দীর্ঘদিন এবাড়িটি কব্জা রেখেছেন।
দুই তলা ভবনসহ ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি বিলসহমুহ আমার নিজ নামে সংশ্লিষ্ট দপ্তরসমূহে নথীতে রয়েছে। কিন্তু হঠাৎ ২০২১ সালের নভেম্বর মাসে জোরপূর্বক বাড়ীটি দখল ও ভাড়া উত্তলন শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম দেওয়ানসহ মো: নাজির, জুয়েল ও আকবর হোসেন। আমাকে আমার বাসা থেকে জোর করে বের করে দেয়। এই সংঘবদ্ধ চক্র ইতোপূর্বে আরও এরকম ডজনখানেক বাড়ী দখল করেছে বলে অভিযোগ করেন সোহরাব হোসেন।
এর আগে তারা ও তাদের সন্ত্রাসী বাহিনী বাসার সামনে আমাকে একা পেয়ে সঙ্গীয় আরো ৫/৭ জনকে সাথে নিয়ে দেশীয় লাঠিসোটা হাতে হত্যার উদ্দেশ্যে মারধর করে, জখম করে ফেলে রেখে যায়।
আমি ও আমার পরিবার অনেক ভয়ে আছি। বড় কোন দুর্ঘটনার শঙ্কায় দিনপাত করছি। আমি আমার বাড়ী ফেরত পেতে চাই।
এ ব্যাপারে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর উপ পুলিশ কমিশনার বরাবর প্রাণের নিরাপত্তা চেয়ে ও দখল হওয়া সম্পদ ফেরে পেতে গত ২৯.০৮.২০২৪ খ্রি. লিখিতভাবে অভিযোগ করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে গণমাধ্যমের সুদূরপ্রসারী ভূমিকার মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ শুরু হয়েছে সত্যিই তা প্রসংশার যোগ্য।আর তাই আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে আমার দখলকৃত বাড়ি ফেরত চাই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার দাবি করছি।
এসএফ