এইমাত্র
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • কুমিল্লার দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
  • আজ শনিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৭ সেপ্টেম্বর, ২০২৪
    লাইফস্টাইল

    কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করবেন যেভাবে

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

    কর্মক্ষেত্রে মানসিক চাপ দূর করবেন যেভাবে

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
    ছবি: সংগৃহীত

    সবসময় এবং সব জায়গায় নাগালের মধ্যে থাকা, একই সঙ্গে অনেক কাজ করা, শিফটে কাজ করা – এ সব কিছুই মানসিক চাপ বাড়ায়৷ কর্মক্ষেত্রে মানসিক সমস্যা, ক্লান্তি, উত্সাহ হারানো – এ সব নিয়ে দীর্ঘ দিন তেমন মাথা ঘামানো হয়নি৷ ইতোমধ্যে কর্ম ক্ষেত্রে ‘মানসিক চাপ' একটা পরিচিত শব্দ হয়ে দাঁড়িয়েছে৷ ‘‘প্রযুক্তির উন্নয়ন এত দ্রুত হচ্ছে যে, আমরা এখন বলতেই পারবো না, পেশা ক্ষেত্রে ১০ বছর আগে অবস্থাটা কেমন ছিল৷

    তাইতো কর্মজীবী মানুষের বিশ্রাম বলতে, সপ্তাহান্তের ছুটির দিনটুকু। সারা সপ্তাহ দিনভর অফিসে কাজের মধ্যে ব্যস্ত সময় কাটাতে হয়। এরপর সপ্তাহের শেষের ছুটির ২ বা ১ দিন যেন চোখের পলকেই কেটে যায়! তারপর আবার সেই একঘেয়ে রুটিনে বিশ্রামহীন কাজ।

    বর্তমান সময়ে কর্মরত মানুষদের মধ্যে নানা কারণে মানসিক অশান্তি কাজ করতে দেখা যায়। কর্মজীবী যেসব মানুষ এরকম সমস্যার সম্মুখীন হন, তাদের সময় থাকতেই পদক্ষেপ নেওয়া উচিত। নয়তো এই সমস্যো বেড়ে খুব দ্রুত কাজে অনীহা বা বিরক্তি চলে আসা অবান্তর নয়।

    ‘নর্থওয়েস্টার্ন ন্যাশনাল লাইফ’ এর এক প্রতিবেদন থেকে জানা যায়, শতকরা ৪০ ভাগ লোক কর্মক্ষেত্রকে ‘অনেক বেশি মানসিক চাপে ভোগার মূল কারণ’ হিসেবে বিবেচনা করেন। এছাড়া বাকিদের মধ্যে শতকরা ২৫ ভাগ লোক মনে করেন তাদের মানসিক চাপের প্রাথমিক ভিত্তি তাদের কাজের জায়গা। এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা উচিত। সেক্ষেত্রে যা যা করতে পারেন-

    কলা: চীনের তরুণ বিশেষজ্ঞ বিশ্লেষকরা কাজের চাপ দূর করার খুব সহজ একটি সমাধান খুঁজে বের করেছেন। উদ্বিগ্নতা কমাতে ‘কাঁচা কলা পাকার প্রক্রিয়া দেখা’ অনেক কার্যকর বলে মনে করেন তারা।

    তাদের একটি পরীক্ষায় কিছু কর্মী বাজার থেকে কাঁচা কলা কিনে আনেন। এরপর পাত্রে কলাগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়। সপ্তাহ জুড়ে কলা পাকার প্রক্রিয়া চলতে থাকে। সবুজ রঙের কলা শিগগিরই সোনালী হলুদ বর্ণ ধারণ করে। কর্মচারীদের মতে, এই কাজটি বেশ মজার এবং কাজের চাপ ভুলে থাকতেও সাহায্য় করে।

    চা-ব্রেক: এশিয়া মেন্টাল হেলথ ইনডেক্স রিপোর্টের তথ্য অনুযায়ী, কাজের ফাঁকে ফাঁকে চা বা কফি ব্রেকে যাওয়া স্ট্রেস কমাতে সক্ষম। পেশাগত সম্পর্কের বাইরেও সহকর্মীদের সঙ্গে সহজ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার ‍সুযোগ তৈরি হয় এইসময়।

    গল্পগুজব: একটানা কাজের মধ্যে ডুবে থাকা সবসময়ই বিরক্তকর। কাজের ফাঁকে মাঝে মাঝে ডেস্ক থেকে উঠে গিয়ে সহকর্মীদের সঙ্গে গল্প করতে পারেন। এতে মন ভারশূন্য হয়। এই টুকটাক গল্প খাবার বা নাস্তা খাওয়ার সময়ও করতে পারেন।

    খেলা: বিরতির সময় লুডু, উনো বা ছোটখাটো মজার খেলা খেলে সময় পার করতে পারেন। এতে নতুন করে কাজ শুরুর আগে মাইন্ড ফ্রেশ হয়। তাই উৎফুল্ল মনে কাজ শুরু করা যায়।

    ওয়ার্কলাইফ ব্যালেন্স: কর্মব্যস্ত সপ্তাহের পর সাধারণত ছুটির দিনে বিশ্রাম নিতেই পছন্দ করে মানুষ। তবে, মানসিক অবসাদ দূর করার জন্য প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। কোনো কোনো সপ্তাহান্তে সময়-সুযোগ করে কোথাও ঘুরতে যেতে পারেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…