যাকে নিয়ে এত সমালোচনা-আলোচনা, সেই সাকিব আল হাসানের ব্যাট থেকেই আসলো ইতিহাস সৃষ্টি করা বাউন্ডারি। পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার মিশনে ২২ গজে তার সঙ্গী ছিলেন টাইগার ক্রিকেটের আরেক ব্র্যান্ড মুশফিকুর রহিম। ১৮ বছর ধরে যারা দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ ছিলেন সাকিব। দেশে তার নামে হত্যা মামলা হলেও জবাবটা হয়তো দিতে চেয়েছিলেন ২২ গজেই। কখনও বল হাতে কখনও বা ব্যাট হাতে। তার ২১ রানের ইনিংসটি হয়তো ক্রিকেটীয় বিবেচনায় আহামরি কিছু নয়, তবে উইনিং বাউন্ডারির কারণে ঠিকই ইতিহাসের অংশ হয়ে থাকবেন সাকিব। যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ট্রেডমার্ক ছক্কায় স্বরণীয় আছেন এমএস ধোনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে নতুন সরকারের দ্বায়িত্ব গ্রহন। এই এক মাসে মুখে কুলুপ আটলেও, সাকিব নীরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। পোস্ট দেয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই প্রায় সোয়া একলাখ রিয়েকশন, ১৬ হাজারের বেশি মন্তব্যে অভিনন্দনে সিক্ত হয়েছেন সাকিব।
দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের। ক্রিকেট পাগল জাতির হৃদয়ের কতটা জুড়ে আছেন দেশসেরা এই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিলেন সাকিবের পোস্টে। মাত্র ৪০ মিনিটের মাথায় ১ লাখ ৪৪ হাজার রিয়েকশনের ৮৬ হাজারই ভালোবাসা, ৩৯ হাজার লাইক, ১৫ হাজার কেয়ার, দেড় হাজার হা হা, ১৬২টি বিস্ময়, ৪৭টি অ্যাংগ্রি ও ১৬টি ছিলো কান্নার ইমোজি।
সমালোচনা থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে ঠিকই সারথি হয়ে থাকলেন সাকিব। প্রেসার কুকার সমান চাপ লুুকিয়ে কিভাবে পারফর্ম করতে দেখালেন আরও একবার। বোঝালেন তিনি কেন সাকিব আল হাসান।
এমএইচ