জয়পুরহাটের কালাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা করার অভিযোগে ৯২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলেও আদালতের ওই মামলার কপি কালাই থানায় পৌঁছায়নি।
গত রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসাইনের আদালতে মামলার আবেদন করেন কালাই পৌরসভার তালোড়ার (ঠাকুরপাড়া) আকামদ্দিন প্রধানের ছেলে তোতামিয়া প্রধান বাদী হয়ে এই মামলা করেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ৪ই আগস্ট তারিখে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদেরকে মারপিট, হত্যা এবং জনসাধারণের যানমালের ক্ষয়ক্ষতি, মারপিট, হত্যাসহ জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে আসামীগণ পরস্পর অপরাধ মূলক ষড়যন্ত্র ও দেশে অরাজকতা ও বিধ্বংসী মূলক কাজ করার পরিকল্পনা করেন।
পরে আসামীদের হাতে ককটেল, লোহার শাবল, শামুরাই, হাসুয়া, লাঠি, লোহার রড, পেট্রোল বোমা, কেরোসিন, প্রাণহানীকর অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ঘেরাও করে তোতামিয়া ও তোফেল উদ্দিনের মুখ মন্ডল, পাসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে দেয়। সেইসাথে ওইখানে থাকা জুলকারকে পেট্রোল বোমা মেরে মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে দেয়। সেখানে জনমনে ত্রাশ ও আতংক সৃষ্টি করার জন্য ৩টি ককটেল বিস্ফোরণ করে আসামীরা পালিয়ে যান।
এদিকে, এই মামলায় সাংবাদিক ও নিরীহ জনসাধারণের নাম দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী মুঠোফোনে জানান, আদালতের আদেশের কপি এখনো থানায় আসেনি।
এমআর