ফটিকছড়ির বন্যা কবলিতদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বন্যা কবলিত নারায়নহাট ইউনিয়নে কয়েকটি ওয়ার্ড পরিদর্শন শেষে নগদ অর্থ বন্যাদুর্গত ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য সহযোগিতা প্রদান করে।
এসময় পুরকৌশলী বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাহাফুজুল হক, সীমান্ত দেব কাঞ্চন, অপু সেন, হামিদুর রহমান,সাজ্জাদ চৌধুরী, সাকিব হোসেন, ইমন মুহাম্মদ, আবদুল্লাহ আল সাদমান, নাইমুল হাসান, আদিয়াত শাহারিয়ার, সাইদুল ইসলাম, জাহেদুল ইসলাম জিসান উপস্থিত ছিলেন।
এমআর