এইমাত্র
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • কুমিল্লার দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
  • আজ শনিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৭ সেপ্টেম্বর, ২০২৪
    বিনোদন

    আলো আসবেই গ্রুপ কাণ্ড

    'গ্রুপে থাকলেও সেখানে কখনো প্রবেশ করিনি', দাবি ফজলুর রহমান বাবুর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

    'গ্রুপে থাকলেও সেখানে কখনো প্রবেশ করিনি', দাবি ফজলুর রহমান বাবুর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
    ছবি: কোলাজ

    'আলো আসবেই' নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী সমর্থক শিল্পীদের নানান ধরনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন শোবিজের একাংশ। সেই গ্রুপের শিল্পীদের নিয়ে নেটিজেনরা করছেন কটাক্ষ৷


    সেই গ্রুপে থেকেও অনেকে এতে জড়িত নন বলে দাবি করেছেন অনেক শিল্পী। 'আলো আসবেই' গ্রুপে ছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। এ প্রসঙ্গে নিজের সাফাই গেয়ে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেতা। এতে উল্লেখ করেছেন, "হোয়াটসঅ্যাপ 'আলো আসবেই' গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি এডমিন তাকে ডিলিট না করে। ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।"

    আরও পড়ুন- ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব শিল্পী ছিলেন

    গ্রুপে থেকেও তিনি সেখানে প্রবেশ করেননি বলে দাবি করেন এ অভিনেতা। তিনি আরও লিখেন, 'আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখছে। ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।'

    গ্রুপে সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

    আরআইআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…