সাম্প্রতিক বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে দেশের শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়েছিলেন। যাদের এক পক্ষ শিক্ষার্থীদের পক্ষে থাকলেও অন্যরা ছিলেন ক্ষমতাসীনদের পক্ষে আন্দোলন বানচালের সব ধরনের চেষ্টায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজপথেও তাদের সবার সরব উপস্থিতি সে সময় দেখা যায়।
আন্দোলনের বিপক্ষে থাকা শিল্পীদের নিয়ে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামে একটি গ্রুপ খোলা হয়েছিল। বিপক্ষে থাকা দলের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। গ্রুপের বাকি সদস্যদের মধ্য ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে।
গোপন সেই গ্রুপের গোপন কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর 'গরম পানি' ঢেলে দেয়ার কথা বলেন।
অভিনেত্রীর এই কথায় চটেছেন পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউডের এই গ্লামার গার্ল লিখেছেন, 'অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু...।'
আরও পড়ুন- স্ক্রিনশট ফাঁস: ছাত্রদের ওপর 'গরম জল' দেয়ার অনুরোধ তারকাদের
গ্রুপে সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।
আরআইআর