ঐতিহ্যবাহী কচুবাড়ি দেবত্তরপাড়া যুব কৃষি ক্লাব ভূমিদস্যু ও মামলা বাজদের দখল হতে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভূল্লীতে অবস্থিত দখল হওয়া যুব কৃষি ক্লাবের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে কৃষক সহ প্রায় শত জন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য তারা বলেন, ৮০ দশকের ঐতিহ্যবাহী যুব কৃষি ক্লাবটির জমি ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কালাম আজাদ ও খতিব উদ্দিন দখল করে গুদাম ঘর নির্মাণ করছে। তাদের হাতে থেকে ক্লাবটি দখল মুক্ত করতে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ক্লাবটিতে আগে স্থানীয় কৃষকরা কৃষি উন্নয়নের বিষয়ে পরামর্শ সহ বিভিন্ন প্রকার সভা ও মিটিং করতো। এমনকি এই ক্লাবে কৃষি কর্মকর্তারাও এসে কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করতেন। তাতে এলাকার কৃষকরা উপকৃত হতাম। এখন সেটি দখল হওয়াতে সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমার। তাই কৃষকদের স্বার্থে হলেও ক্লাবটিকে দখল মুক্ত করে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ বর্তমান সরকার বিনীত অনুরোধ করছি।
তারা আরও বলেন, ক্লাবটির বিষয়ে ও দখল মুক্ত করতে গেলেই ভূমিদস্যু ও মামলাবাজরা আমাদের অনেকের নামে মিথ্যা মামলা করেছেন এবং নানা রকম হুমকি ধামকি দিয়েছে। তাই আমরা এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।
এইচএ