এইমাত্র
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • কুমিল্লার দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ইন্দুরকানীতে আওয়ামীলীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

    ইন্দুরকানীতে আওয়ামীলীগের ৬৯ জনের বিরুদ্ধে মামলা

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

    আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল শিকদারসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নামউল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে।

    সোমবার বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিল কে লক্ষ্য করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা।

    উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল।এ সময় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন আওয়ামীলীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টু শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে।”

    ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি এ ছাড়াও ৫০ জনের নাম অজ্ঞাত রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…