এইমাত্র
  • কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
  • মিষ্টির বক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাৎ করতে রেজাউলকে হত্যা!
  • ঘরের দরজা বন্ধ করে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলল যুবক!
  • জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল
  • আখাউড়ায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ
  • সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
  • আজ সোমবার, ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম

    কিশোরগঞ্জ জেলা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে স্ট্রোক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

    বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    নিয়োগ বাণিজ্য, জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি‘র কথা বলে নিয়ম বহির্ভূত টাকা আদায়, প্রশংসাপত্রের জন্য রশিদবিহীন টাকা আদায়, শিক্ষার্থী আইডি কার্ড দেয়ার কথা বলে টাকা আদায় এরকম অসংখ্য অভিযোগ তুলে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।

    বুধবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ফেসবুকে লাইভ করতে থাকে তা দেখে প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আবাসিক চিকিৎসক বলেন, দুপুর ২টার দিকে জ্ঞান হারানো অবস্থায় একজন শিক্ষককে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন। বর্তমানে প্রধান শিক্ষক আশংকাজনক অবস্থায় রয়েছে, তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    এ বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ জানান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…