দিনাজপুরের বিরামপুরে গ্যাসসিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে ভ্যান যাত্রী গানেশ(৩৫) নামে ১ জন নিহত ও ভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গনেশ (৩৫) পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। সে পেশায় একজন বাস ড্রাইভার।
পুলিশ ও স্থানীয়রা জানান,দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় গ্যাসসিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারী চালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ভ্যানের ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়। আহতদের জাহাঙ্গীর আলম(৫৫)নামে এক জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবুল(৬০) ও বাবু(২১)নামে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফএস