এইমাত্র
  • বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি
  • দেশে প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন
  • সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি
  • সাবেক এমপি মানিক গ্রেপ্তার
  • বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
  • অনলাইন ভূমিসেবায় শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব: উপদেষ্টা
  • স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
  • নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় বাংলাদেশের মিরহার সাফল্য
  • ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ
  • আজ মঙ্গলবার, ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    বেকারত্ব নিরসনে মুন্সিগঞ্জে মুদ্রন শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

    বেকারত্ব নিরসনে মুন্সিগঞ্জে মুদ্রন শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

    বেকারত্ব নিরসনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক মুদ্রন শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

    রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামে ঢাকা-দোহার সড়কে মানববন্ধন রচনা করে।

    উপজেলার চিত্রকোট ইউনিয়নের জমির মালিক ও সর্বস্তরের জনগনের ব্যানারে বেলা ১১ টা পর্যন্ত মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল বের করে।

    মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন চিত্রকোট ইউনিয়নের সাবেক মেম্বার মো. আজিম, আব্দুর রহমান, জোবেদ আলী, দীপু রায়, প্রনব রায় প্রমুখ।

    মানববন্ধনে বক্তৃারা জানান, বছরের বেশির ভাগ সময় তাদের জমি পানির নীচে থাকে। জমি গুলো চাষাবাদের অনুপযুক্ত। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে বিসিক মুদ্রন শিল্পনগরী প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করা দরকার।

    এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক মোহাম্মদ নিজামউদ্দিন জানান, ইতোমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আবেদন করেছেন। এরই পেক্ষিতে তাদের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হবে।

    প্রকল্প সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১৬ সালে জেলার সিরাজদিখন উপজেলার বড়বর্তা মৌজায় ১০০ একর জমিতে বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রতিষ্ঠার কাজ শুরু করে। ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয় ১৩৮ কোটি ৭০ লাখ টাকা। তবে বড়বর্তায় জমি অধিগ্রহনে সমস্যা দেখা দেওয়ায় ২০২২ সালের শুরুর দিকে একই উপজেলার খারশুর মৌজায় প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়। ২০২৩ সালে অনুমোদন হয় প্রকল্পটি। ২৬৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ২০২৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…