মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর দুই উপজেলা বিএনপি'র ৫৪ জন নেতা-কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নেতাকর্মীরা।
সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীবৃন্দর ব্যানারে গতকাল রবিবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,ষড়যন্ত্রমূলক, কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মমিন আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আনসার আলী, আওলাদ হোসেনসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০২৩ সালের ১৯ মার্চ রোববার রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ জনকে আটক করে বনানী থানা এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরের দিন ২০মার্চ সোমবার সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
এমআর