স্বর্ণা দাস হত্যাসহ সকল সীমান্তে হত্যার বিরুদ্ধে কুটনৈতিক ও সামরিক পদক্ষেপের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরর বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সম্মুখে সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। এছাড়াও স্বর্ণা দাসের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিশোরী স্বর্ণা তার মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যে থাকা বড় ভাইকে দেখতে ১লা সেপ্টেম্বর রাতে কুলাউড়ার লালারচক সীমান্ত এলাকায় একটি দালালচক্রের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। ত্রিপুরা রাজ্যের ইরানি থানার কালেরকান্দি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ এলোপাতাড়ি গুলি চালালে স্বর্ণা নিহত হয়। এতে তার মা সঞ্জিতা রানীসহ আরও কয়েকজন আহত হন।
২ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হলে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পরে লাশ বাংলাদেশে হস্তান্তর করা হয়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। এদিকে দেশব্যাপী তরুণ সমাজের পাশাপাশি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এআই