এইমাত্র
  • ইউক্রেনকে আরও ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
  • প্রধান বিচারপতির ১২ নির্দেশনায় যা আছে
  • ‘সাকিবের নিরাপত্তা দেয়ার বিষয়টি বোর্ডের হাতে নেই, সরকার চাইলে পারে’
  • সাত হাত বদলে বেশি দামে ডিম কিনছেন ক্রেতা
  • আ.লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না: হানিফ
  • হৃতিক রোশনের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা কাপুর
  • ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
  • পাকিস্তানে আসল ক্ষমতা থাকে সেনাবাহিনীর হাতে: এমকিউএম নেতা
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো মধুপুরের আনারস
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮২৯ জন
  • আজ শুক্রবার, ১২ আশ্বিন, ১৪৩১ | ২৭ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সরিষাবাড়িতে সেবাবঞ্চিত জনগণ, প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি ইউপি সদস্যদের

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

    সরিষাবাড়িতে সেবাবঞ্চিত জনগণ, প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি ইউপি সদস্যদের

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

    প্রতিনিয়ত বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৬নং ভাটারা ইউনিয়নবাসী। গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল পরিষদ কার্যক্রম থেকে বিচ্ছেদ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। তাই নাগরিক সেবা দিতে নতুন প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদে নাগরিকদের ভোগান্তির কথা শুনতে গেলে ইউপি সদস্যরা এসব কথা বলেন।

    ইউপি সদস্য ও স্থানীয়দের সুত্রে জানা যায়, বোরহান উদ্দিন বাদল ভাটারা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান। আ.লীগ সরকারের পতনের পর তিনি পরিষদ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও একাধিক হত্যা মামলা। গত ২২ সেপ্টেম্বর বোরহান উদ্দিন বাদলের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এদিকে চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রায় দেড় মাস যাবত পরিষদের কার্যক্রমে অংশ গ্রহণ করে না। এতে শুরু হয় সাধারন মানুষের ভোগান্তি। জন্মসনদ, নাগরিক সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন নাগরিক সেবা হতে চরম বিপাকে পড়েছেন ইউনিয়নবাসী। এতে নানা মুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছে ইউপি সদস্যরা। মানুষের ভোগান্তি কাটাতে এবং পরিষদের কার্যক্রম সচল করতে নতুন প্যানেল চেয়ারম্যান গঠন করে একজনকে দায়িত্ব প্রদানের জন্য ইউএনও বরাবর স্মারক লিপি দিয়েছেন ৯ জন ইউপি সদস্য।

    পরিষদে সেবা নিতে আশা দুলাল মিয়া সহ অনেকেই জানান, ১৫ দিন যাবত মেয়ের একটি জন্মসনদ নিতে এসে বার বার ফিরে যাচ্ছি। চেয়ারম্যান সাক্ষর ছাড়া কাগজ নিতে পারাচ্ছি না। তারা বলছেন কাউকে চেয়ারম্যানের দায়িত্ব দিলে আমাদের সবার ভোগান্তি কমে যাবে। সঠিক সেবা নিতে পারবো আমরা।

    এ-ঘটনায় ইউপি সদস্য আনিছুর রহমান, ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম, রাজা, বেলাল খান, মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ, আছিয়া বেগম, হ্যাপী আক্তার বলেন- চেয়ারম্যান তার রাজনৈতিক অপকর্মের জন্য পরিষদে আসে না। এতে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চেয়ারম্যানের অনুপস্থিতিতে নতুন প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি জানিয়েছি এবং ইউএনও কাছে এর লিখিত আবেদন করা হয়েছে।

    এ-বিষয়ে ইউপি সচিব সাজেদুল ইসলাম জানান, ১ মাস যাবত ভাটারা পরিষদে দায়িত্বে আছি। কিন্তু একদিনও চেয়ারম্যানকে পরিষদে আসতে দেখিনি। চেয়ারম্যানে অনুপস্থিতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

    এ-ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন- নাগরিক সেবার মান ঠিক রাখতে প্যানেল চেয়ারম্যান পরিষদ গঠনের জন্য ৯জন মেম্বারের সাক্ষরিত একটি আবেদন পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসকে জানানো হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…