এইমাত্র
  • বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
  • চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল
  • পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস
  • ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
  • ১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত
  • সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
  • দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
  • বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
  • দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
  • ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
  • আজ রবিবার, ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৭ এপ্রিল, ২০২৫
    রাজধানী

    গুলশানে জোড়া খুন, সন্দেহের তীর দোকানের কর্মচারীর দিকে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

    গুলশানে জোড়া খুন, সন্দেহের তীর দোকানের কর্মচারীর দিকে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

    রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতরে দুই জনকে গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত মো. রফিকের (৬২) ছেলে বাপ্পি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় মো. সাব্বির (১৬) নামে ওই দোকানের এক কর্মচারীকেও হত্যা করা হয়েছে।

    নিহত মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর মো. সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর জেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

    গুলশান থানা সূত্রে জানা যায়, গুলশান-২ এ অবস্থিত চায়ের দোকানটির মালিক ছিলেন মো. রফিক। সেই দোকানের কর্মচারী সাব্বির। তবে কিছুদিন আগে ওই দোকানে নতুন করে আরেক ছেলেকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে নতুন নিয়োগ হওয়া ওই কর্মচারী পলাতক রয়েছে। সেই সূত্রে পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের সঙ্গে ওই কর্মচারীর যোগসাজশ থাকতে পারে। তবে পুলিশ এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারেনি। তাকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ধারণা তাকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।

    এ বিষয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, রফিকের ছেলে মো. বাপ্পী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ হত্যার ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারে ও রহস্য উদঘাটনে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। একজনকে সন্দেহ করা হচ্ছে যিনি ওই দোকানে কর্মচারী হিসেবে নতুন যোগ দিয়েছিলেন। তিনি কার মাধ্যমে যোগ দিয়েছিলেন তাকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ দুই জনকে গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

    এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) তিনি বলেছিলেন, গুলশান-২ এ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…