এইমাত্র
  • পাকুন্দিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
  • কক্সবাজার উত্তাল সাগরে ভেসে গেল ৩ শিক্ষার্থী, ১ জনের মরদেহ উদ্ধার
  • ফুটবল খেলতে গিয়ে আহত, ৩ দিন পর যুবকের মৃত্যু
  • বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
  • লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
  • যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে
  • ‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
  • কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
  • মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    রাঙ্গামাটিতে পূজার কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০১:৩৬ এএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০১:৩৬ এএম

    রাঙ্গামাটিতে পূজার কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০১:৩৬ এএম

    সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাঙ্গামাটি জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি শহরের ইসলামিক সেন্টার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক এডভোকেট হারুনর রশিদ, জামায়াতের রাঙ্গামাটি পৌর আমীর আবদুস সালাম, সহ-সম্পাদক ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান সহ রাঙ্গামাটি পৌর ও সদর উপজেলার ১৫টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

    মতবিনিময় সভায় রাঙ্গামাটির জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নিসংকোচে, নির্বিঘ্নে উৎসাহ উদীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপনের আহবান জানান। পূজা ও উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

    তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়।সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

    বক্তারা আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গা পুজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পুজা অর্চনা পালন করতে পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে এবং দুর্গা পূজায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গমাটি জেলা শাখার রেন্সপন্স টিম কাজ করবে।

    পৌরসভা ও সদর উপজেলার ১৫টি পূজা মন্ডপ কমিটির পক্ষে বক্তব্য দেন গীতা আশ্রম পূজা মন্ডপের নন্দন দেবনাথ, তবল ছড়ি কালী মন্দিরের সৈকত বিশ্বাস অন্তু, কালিন্দীপুর দশভূজা দুর্গ পূজা মন্ডপের তাপস দাশ প্রমুখ।

    আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে পূজা উৎযাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং রাঙ্গামাটি জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…