এইমাত্র
  • ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ
  • মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী: তাসনিয়া ফারিণ
  • ভোলার চার শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার
  • সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে: প্রধান উপদেষ্টা
  • ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমের বিচার হবে: উপদেষ্টা নাহিদ
  • নির্বাচন কমিশন গঠনে যেসব প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত
  • ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন
  • শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরে ড. ইউনূস
  • এই মুহূর্তে বাসা-বাড়িতে নতুন গ্যাসের সংযোগ সম্ভব না: জ্বালানি উপদেষ্টা
  • আজ রবিবার, ২৭ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪
    আন্তর্জাতিক

    থাইল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ২০ শিশু নিহতের শঙ্কা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:০১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:০১ পিএম

    থাইল্যান্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ২০ শিশু নিহতের শঙ্কা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ০৪:০১ পিএম

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাসের সংঘর্ষ এবং এতে অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির পরিবহণমন্ত্রীর তথ্যমতে, ১৬ শিশু ও তিনজন শিক্ষক বাসটি থেকে বের হতে পেরেছে বলে জানা গেছে। তবে ২২ জন ছাত্র ও তিনজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

    বিবিসি থাই সার্ভিসের খবরে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত বাস থেকে ১০টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন।

    ছবিতে দেখা যায়, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তকারীরা উত্তাপের কারণে গাড়িতে প্রবেশ করতে পারেনি বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

    বাসটিতে করে উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানির একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের ফিল্ড ট্রিপ থেকে ফিরছিল। পরিবহণমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংরুংকিত বলেন, ‘বাসটি সঙ্কুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চলছিল। এটি খুবই দুঃখজনক ঘটনা।’

    পরিবহণ মন্ত্রণালয়কে অবশ্যই একটি ব্যবস্থা খুঁজে বের করতে হবে উল্লেখ করে সুরিয়াহে জুয়াংরুংরুংকিত আরও বলেন, ‘যাত্রীবাহী যানবাহনের জন্য এ ধরনের জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হবে। কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

    এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সংশ্লিষ্ট মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘একজন মা হিসেবে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার।’

    স্থানীয় টেলিভিশনকে একজন উদ্ধারকর্মী বলেন, বাসটি ব্যাংককের একটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একটি টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ওভারপাসের নিচে পুরো বাসটিতে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশের দিকে উঠছে।

    বাসটিতে থাকা শিশুদের বয়স কত ছিল তা স্পষ্ট নয়, তবে স্কুলটিতে তিন থেকে ১৫ বছরের শিক্ষার্থী রয়েছে।

    থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে খারাপ সড়ক নিরাপত্তার রেকর্ড রয়েছে। সেখানে অনিরাপদ যানবাহন ও অদক্ষ চালকের কারণে সড়ক দুর্ঘটনায় বছরে বহু মানুষের মৃত্যু হয়।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…