জামালপুরে দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় দূর্গা পূজা উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার ২৩ টি দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পূজা উদযাপনে সরকারি নিদের্শনা তুলে ধরেন। প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত শান্তিপূর্ন ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী ক্যাপ্টেন তানভীর আহমেদ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি, নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাজাহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, মোক্তার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, দেওয়ানগঞ্জর জোনাল অফিসের এজিএম ইয়াহিয়া খান, চিকাজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোরশেদ আহম্মেদ সহ প্রমূখ
এমআর