পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সিরাতুন্নবী (সা:) সম্মেলন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী দারুস সালাম জামে মসজিদে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল আজিজ'র সভাপতিত্বে ও মাওলানা জহুরুল ইসলাম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারী মাওলানা আলী আজগর।
উক্ত সিরাতুন্নবী (সা:) সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা মো. আব্দুল গাফফার খান।
এসময় ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মহির উদ্দিন, অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য আব্দুস সাদিক, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়সহ কয়েক'শ মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভা শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এমআর