কবি নজরুল সরকারি কলেজের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তার নাম সরকার রাহাত। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (১লা অক্টোবর) দুপুর কলেজের সাধারন শিক্ষার্থীরা তাকে আটক করেন। জানা যায়, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলদারের সাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত জুলাই মাসের কবি নজরুল সরকারি কলেজের সহিংসতার ঘটনায় তাকে আটক করা হয়।
পুলিশের হাতে সোপার্দ করার পূর্বে রাহাত সরকার মুচলেকা প্রধান করেন।মুচলেকায় উল্লেখ্য করেন, আমি সরকার রাহাত। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামি স্টাডিজ বিভাগের কবি নজরুল সরকারি কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি শুরু থেকে বাংলাদেশের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমি কলেজ চলাকালীন ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তখন আমি সাধারণ শিক্ষার্থীদের ওপর সম্মেলিতভাবে হামলা করতাম। আমার হামলায় অনেক আহত হয়েছে।
এছাড়াও উল্লেখ ছিল, আমি আমার ভুল বুঝতে পেরে কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের কাছে আমি আমার বিগত দিনের সকল কুকর্মের জন্য সকল শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার দ্বারা ও বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল শাখা দ্বারা কোন শিক্ষার্থীর কোনরকম ক্ষতি সাধন হয় তার দায়-ভার আমি মাথা পেতে নিব লিখে,সরকার রাহাত স্বাক্ষর করেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন সাইদুল ইসলাম,রহুল আমিন ও শিমুল মাহমুদ।
এবিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন , তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে শিক্ষার্থীরা মুচলেকা নিয়ে সরকার রাহাতকে সুত্রাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
এমআর