ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার (ময়মনসিংহ-হালুয়াঘাট) সড়কের মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সামনে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, মরদেহটি পুলিশ উদ্ধার করে থানায় রেখে তথ্যানুসন্ধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর