হারিকেন মিল্টনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য। ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি আর প্রবল জলোচ্ছ্বাস নিয়ে রাজ্যের সিয়েস্টা কিতে আছড়ে পড়েছে ‘ভয়াল’ হারিকেন মিল্টন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে সেখানকার ৩০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ফ্লোরিডার বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করেছেন রাজ্যের গভর্নর রন ডিসান্টিস। হারিকেনের প্রভাবে রাজ্যটিতে আরও বন্যা হতে পারে বলে জানান তিনি।
সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এ ছাড়া পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজ্যের পূর্ব উপকূলবর্তী সেন্ট লুসি কাউন্টিতে টর্নেডোর আঘাতে চারজন নিহত হয়েছেন। সেন্ট পিটার্সবার্গের পশ্চিম উপকূলে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সেখানকার একটি সংবাদপত্র ভবন বিধ্বস্ত হয়েছে এবং একটি বেসবল স্টেডিয়ামের ছাদ ধসে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, উপকূল অতিক্রম করার সময় মিল্টন ছিল তিন মাত্রার হারিকেন। উপকূলে উঠে আসার পর বৃষ্টি ঝরাতে ঝরাতে তা দুই মাত্রার হারিকেনে পরিণত হয়। খবর বিবিসির।
এফএস