ময়মনসিংহে পুলিশের অভিযানে জেলা তাঁতি লীগের সভাপতি মো. তাজুল ইসলাম জুয়েল (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে নগরীর চরপাড়া বাইলেন এলাকার নিজ বাসা থেকে ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুয়েলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযোগ রয়েছে। এখন মামলা দায়ের প্রক্রিয়াধীন। এরপর আদালতে সোপর্দ করা হবে।
এআই