পিরোজপুর শহরের ম্যালেরিয়া পোল এলাকায় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মো. রসূল শেখ নামে এক শ্রমিক নিহত হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকায় একটি গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত রসূল শেখ (৫৪) জেলার পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। তিনি একজন ডাব ব্যবসায়ী।
রসূলের পরিবার জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে ওঠেন রসুল।
এ সময় গাছের পাশে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, নারিকেল গাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর