এইমাত্র
  • আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
  • বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
  • সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতন, কাবা শরিফের ইমাম যা বললেন
  • বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান
  • রাজধানী দামেস্কে মারা গেছেন বাশার আল-আসাদ!
  • বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী, প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ
  • হাসিনাকে আসতে হবে গণহত্যার আসামী হয়ে: ফরিদা আখতার
  • সীমান্তে অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ
  • একদিনেই তিনটি হারের স্বাদ নিলো ভারতীয় ক্রিকেট
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ৯ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভৈরবে তৈরি হচ্ছে ভেজাল গুড়, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

    ভৈরবে তৈরি হচ্ছে ভেজাল গুড়, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে বিষাক্ত ও পচা চিনির সঙ্গে ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে তৈরি করছেন ভেজাল গুড়। অস্বাস্থ্যকর পরিবেশে আবাসিক এলাকায় গড়ে উঠেছে কারখানাটি৷

    সোমবার (৪ নভেম্বর) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের রানীর বাজার শাহী মসজিদের সামনে মিশুক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ভেজাল গুড় তৈরি কারখানা দেখতে পায় সাংবাদিকরা। কারখানার মালিক মিশুক বাবু। পরিচালনা দায়িত্বে রয়েছেন তার ছেলে শিমুল পোদ্দার।

    কারখানা ঘুরে দেখা যায়, ইন্ডিয়া থেকে আনা পচা চিনি দিয়ে তৈরি করছে গুড়। সাথেই রয়েছে ফিটকারী, হাইড্রোজ ও রং। সত্যতা দেখে এসময় কয়েকজন সাংবাদিক উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে আসতে রাজি হয়নি। প্রশাসনের গড়িমসি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অদৃশ্য কারণে প্রশাসনের অনুপস্থিতির রহস্য হয়ে রয়ে গেছে।

    এদিকে স্থানীয়দের দাবি, ভৈরব শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদ শাহী মসজিদ। পাশেই ভেজাল গুড় তৈরির কারখানা। এখানে কয়েক হাজার মানুষের বসবাস। নিয়মিত কারখানায় তৈরি হয় ভেজাল মসলা৷ স্থানীয় এক যুবলীগের নেতার শেল্টারে দীর্ঘদিন যাবত ভেজাল গুড় তৈরি হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেন। যুবলীগ নেতার ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়নি বাসিন্দারা।

    স্থানীয় বাসিন্দা রহিমা বেগম জানান, কারখানার পাশেই আমি পরিবার নিয়ে তিনতলা বিল্ডিংয়ে থাকি। কারখানা কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে গেছি আমরা। পচা বাসি গন্ধে বমি পর্যন্ত হয়। আবাসিক এলাকায় কারখানা কীভাবে চালায়। এসময় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

    ইয়াসিন মিয়া নামের এক হোটেল মালিক বলেন, আমরা ভয়ে কথা বলি না। প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন যাবত ভেজাল গুড় তৈরি করে আসছে৷

    কারখানা মালিক শিমুল পোদ্দার বলেন, চিনি দিয়েই আমি গুড় তৈরি করি। ইন্ডিয়া থেকে চিনি আসে। সারা বাংলাদেশেই চিনি দিয়ে গুড় তৈরি হয়। তাই আমিও তৈরি করি। আখের অনেক দাম আবার তা সারা বছার পাওয়া যায় না। তাই চিনিতেই ভরসা। প্রতিদিন ১০০ পাটা গুড় বানাতে পারেন। প্রতি বাটা গুড় বিক্রি হয় ১৫০০ থেকে ২ হাজার টাকায়। ভৈরবে এক প্রভাবশালী নেতাকে নিয়মিত গুড় বানিয়ে দিতেন তার প্রতিষ্ঠানে বিক্রির জন্য এবং নিজেও বিক্রি করতেন৷

    পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে কারখানায় এসেছি। এই কারখানাকে এর আগেও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর সকালে অভিযান পরিচালনা করবেন নবাগত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। আমি কারখানাটি তালাবদ্ধ করে চাবি রেখে দিয়েছি। সম্পূর্ণ অবৈধভাবে ভেজাল জিনিস পত্র দিয়ে তৈরি করছে গুড়। এই গুড় স্বাস্থ্য সম্মত নয়।

    উপজেলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ভেজাল সব খাবারই মনব দেহের জন্য ক্ষতিকর। চিনি, ফিটকারী, হাইড্রোজ ও রং ব্যবহার করে তৈরি গুড় খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে।। প্রতিটি উপাদানই ক্ষতিকারক। এই ভেজাল গুড় মানুষের পেটে বেশি সমস্যা হবে। এতে করে লিভার নষ্ট হতে পারে। ধীরে ধীরে মানবদেহে নানাবিধ সমস্যা দেখা দিবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…