রাজধানী ঢাকার বাজারে গত কয়েকদিন ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, একদিকে কিছু সবজি যেমন গোল বেগুন, শিম, করোলা, বরবটি ও কাঁকরোলের দাম প্রতি কেজিতে ১০০ টাকারও বেশি, অন্যদিকে টমেটো ও গাজরের দাম যথাক্রমে ১৬০ ও ১৮০ টাকা কেজি। তবে, পেঁপে ছাড়া বাকি কোন সবজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম চড়া থাকায় বাজারে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন বাজারে সানী মোহাম্মদ বলেন, "শীত আসছে, সবজির দাম কম থাকার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেশিরভাগ সবজি ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বহনযোগ্য নয়।"
একই ধরনের অভিযোগ করে আরেক ক্রেতা সাইদুর রহমান বলেন, "বিক্রেতারা বলছেন, আগের তুলনায় দাম কমেছে, কিন্তু সেটা মোটেও সন্তোষজনক নয়। কিছু সবজি যেমন গোল বেগুন, শিম ১০০ টাকার উপরে এবং কিছু সবজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, সাধারণ ক্রেতার জন্য এ ধরনের দাম চাপ সৃষ্টি করছে।"
বাজারে চড়া দাম, তবে পেঁপে একমাত্র সস্তা
শুক্রবারের বাজারে দেখা গেছে, পেঁপে একমাত্র সস্তা সবজি হিসেবে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা অনেকের কাছে একটি সুখবর। তবে গোল বেগুন, করোলা, শিম, বরবটি, কাঁকরোল, ও টমেটোর দাম অনেকটাই চড়া, যা সাধারণ ক্রেতাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বাজারের বিক্রেতারা বলেন, "গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। বেশিরভাগ সবজির দাম এখনও ১০০ টাকার কাছাকাছি।"
বাজারে সবজির মূল্য তালিকা:
গোল বেগুন: ১০০ টাকা
শিম: ১০০ টাকা
করোলা: ১০০ টাকা
বরবটি: ১০০ টাকা
কাঁকরোল: ১০০ টাকা
টমেটো: ১৬০ টাকা
গাজর: ১৮০ টাকা
পেঁপে: ৪০-৫০ টাকা
মুলা: ৬০ টাকা
ছোট সাইজের ফুলকপি: ৫০ টাকা
কাঁচামরিচ: ২০০ টাকা
বিক্রেতাদের ব্যাখ্যা: মৌসুম শেষে দাম বাড়ছে
এদিকে, বিক্রেতারা বলছেন, এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে এবং শীতে নতুন করে সবজি উঠবে, তাই দাম কিছুটা বাড়ছে। আলমগীর হোসেন, যিনি পাইকারি সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করেন, বলেন, "এই সময়ে বাজারে সবজির সরবরাহ কম, ফলে দাম একটু বেশি যাচ্ছে। তবে শীতে নতুন সবজি উঠলে, দাম স্বাভাবিক হয়ে যাবে।"
ভোগান্তি অব্যাহত
রাজধানীর বাজারে ক্রেতারা আশা করেছিলেন শীতের মৌসুমে সবজির দাম কমবে, তবে বর্তমানে বাজারে সবজির দাম অনেকটাই চড়া। বাজার মনিটরিংয়ের জন্য সরকারের কোনো কার্যকর পদক্ষেপের অভাবও মানুষের অসন্তোষ বাড়াচ্ছে।
এখন দেখা যাচ্ছে, নতুন মৌসুমে সবজি আসা পর্যন্ত বাজারে দাম কিছুটা স্থিতিশীল হলেও, সাধারণ মানুষের জন্য এটি একটি বড় ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।
এসএফ