এইমাত্র
  • ছাত্র-জনতার ওপর একাই ২৮ রাউন্ড গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই : জামায়াত আমির
  • নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান
  • রবিবার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
  • লাইসেন্সের দাবিতে আগামীকাল বিক্ষোভের ডাক রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকদের
  • সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের
  • আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না: ফখরুল
  • গণহত্যার যারা বিচার চায়না তারাও ফ্যাসিস্টের দোসর: সারজিস
  • ফার্মগেট মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • পিকনিকের গাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু
  • আজ শনিবার, ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    পরীমণির প্রথম স্বামী কে এই ইসমাইল হোসেন জমাদ্দার?

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

    পরীমণির প্রথম স্বামী কে এই ইসমাইল হোসেন জমাদ্দার?

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

    আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

    ইসমাইল ছিলেন নায়িকার প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমণি তখনো নায়িকা বনে যান নি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই।

    যাকে এখন পরীমনি নামে চিনছেন, আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি! সময়টা ২০১২ সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন এখনকার পরীমনি তথা শামসুন্নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। দুই বছরের মাথায় ২০১২ সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি।

    সময়ের ব্যবধানে তখন পরীমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল। ২০১০ সালের সেই পরীমণি ও এখনকার পরীমণির মধ্যে যেন বিস্তর ফারাক।

    সে সময় পরীমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ, ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে।

    শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারো বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

    কিন্তু সঙ্গী পালটে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমণি। আলোচিত এই নায়িকার কাগজে-কলমে তার চারটি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় এ নায়িকার। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি, অভিযোগ তোলেন পরীমণির বিরুদ্ধে।

    সৌরভ জানান, কলেজে পড়ার সময়ই মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার। শামসুন্নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন পরীবানু। পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমণি।

    আবার, নায়িকা হওয়ার পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমণি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায়, এ নায়িকা আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল। কিন্তু তা টেকেনি।

    এরপর গত বছরের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন। এই সংসার টেকেনি তিন মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। রাজের সন্তানের মাও হয়েছেন। কিন্তু সেই সংসারও এখন নেই।

    এদিকে শোবিজ অন্দরমহলের কান পাতলেই শোনা যায় নতুন করে ঘর বাঁধার সপ্নে বিভোর পরীমণি। সম্পর্কে জড়িয়েছেন এক ব্যবসায়ীর সঙ্গে। মাঝেমধ্যেই তার সঙ্গে লং টূরেও যান বলে শোনা যায়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…