সাভারের বনগাঁও এলাকায় চাদাঁর টাকা না পেয়ে নর্থসি ডেভেলপমেন্ট হাউজিং কম্পানি উপর সন্ত্রাসী হামলা চালিয়ে অফিস ভাঙ্চুর করেছে সর্টগান তানভীর বাহিনী।
গতকাল শক্রবার (২২ নভেম্বর) দুপুরে বনগাঁ ইউনিয়নে নর্থ সি ডেভেলপমেন্ট হাউজিং কম্পানির অফিস হামলা ও ভাঙ্চুরের ঘটনা ঘটে।
হাউজিংয়ের মালিকরা জানান, বিগত দেড় মাস যাবত সর্টগান তানভীর ও তার সন্ত্রাসী বাহিনী ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আচ্ছিলো। কয়েক দিন আগে ১ লাখ টাকা দেওয়া হয়। বাকি চাঁদার টাকা না পেয়ে গতকাল শক্রবার দুপুরের দিকে সর্টগান তানভীরের ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নর্থসি ডেভেলপমেন্ট হাউজিং কম্পানির অফিসে হামলা চালিয়। এসময় হামলাকারীরা একটি দ্বিতল ভবনের নিচতলার জানালার কাচ ভাঙচুর করেন। পাশাপাশি ওয়ালে উপর চাঁদার টাকা না দিলে হত্যা করা কথা লিখে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বনগাঁও এলাকায় নর্থ সি ডেভেলপমেন্ট হাউজিং কম্পানি অসিফ ভাঙ্চুরের ঘটনা শুনেছি। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএ