কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেছেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের ওপর জুলুম ও নির্যাতন চালায় । বৈষম্যের কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
যার কারণে সমাজে অস্থিরতা, হানাহানি ও সংঘাতের পথ প্রশস্থ হয়ে পড়ে । এই প্রেক্ষাপটে আজ বেশি প্রয়োজন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর মূলনীতি অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়ন । সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২৩ নভেম্বর) চকরিয়া কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় দিনব্যাপী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, নায়েবে আমীর এ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক ও চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র পদপ্রার্থী আরিফুল কবির।
চকরিয়া উপজেলা জামায়াতের ব্যবস্থাপনায় দিনব্যাপী শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দেড় শতাধিক বাছাইকৃত কর্মী অংশগ্রহণ করেন।
এমআর