মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের হরগজ মোড় বাসষ্টান্ডের পাশেই মেসার্স রাকিব এন্টারপ্রাইজ এর এক মিনি তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৩ নভেম্বর (শনিবার ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে, সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
এতক্ষণে এই মিনি তেলের পাম্পে মজুদ থাকা সব তেল, একটি ঘর ও পাশের একটি মুরগির ফার্মে সাড়ে ৩ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা ও ঘড় পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি এফজেড ২ মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে আহত মিনি পাম্প মালিক মুখছেদের ভাতিজা আতাউর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মিনি মেশিনের মাধ্যমে মোটরসাইকেলে তেল ভরার সময় বৈদ্যুতিক সর্ট সাকির্টের মাধ্যমে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ, গতবছরের নভেম্বর মাসে এই তেলের পাম্পে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ তবে কিছু দিন পরেই দোকান মেরামত করে আবারও মিনি তেলের পাম্প স্থাপন করে।
এখন জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে, কতটা নিয়ম মেনে আবারও চালু হয়েছিল এই তেলের পাম্প। লোক চক্ষুর সামনে প্রশাসনের কি কি অনুমতি নিয়ে এই তেলের পাম্প চলছিল ৷ সেই সাথে আর কত ক্ষয়ক্ষতি হলে প্রশাসনের নজর দারি বাড়বে। জনসাধারণের জানমালের নিরাপত্তা কে দিবে।
এমআর