মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র রাকিব উদ্দিন (২১)। নিহতের পরে রাকিবের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
সড়ক দুর্ঘনায় নিহত হওয়ার ২০ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রাকিব উদ্দিন। এতে তিনি লিখেন, ‘সব পাপ ক্ষমা করে প্রভু তোমার করে নিও’।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহত রাকিব সাতকানিয়া উপজেলার ঢেমশা হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। সে সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র। এ ঘটনায় আহত হন একই এলাকার মো. আরিফ। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হতাহতের স্বজনরা জানান, তারা ২টি মোটরসাইকেলে করে ৪ বন্ধু মিলে লোহাগাড়ার আমিরাবাদে এক বন্ধবীর বিয়েতে আসছিলেন। ঘটনাস্থলে কক্সবাজারমুখি একটি বাস একইমুখি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাকিব ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানা যায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত আরিফকেপ্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আহসান হাবিব বলেন, অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
আরইউ