এইমাত্র
  • শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
  • ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
  • গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
  • ২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
  • টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
  • কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১
  • সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন
  • সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
  • দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
  • বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    মৃত্যুর আগে লেখেন ‘সব পাপ ক্ষমা করে প্রভু তোমার করে নিও’

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

    মৃত্যুর আগে লেখেন ‘সব পাপ ক্ষমা করে প্রভু তোমার করে নিও’

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র রাকিব উদ্দিন (২১)। নিহতের পরে রাকিবের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

    সড়ক দুর্ঘনায় নিহত হওয়ার ২০ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রাকিব উদ্দিন। এতে তিনি লিখেন, ‘সব পাপ ক্ষমা করে প্রভু তোমার করে নিও’।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

    নিহত রাকিব সাতকানিয়া উপজেলার ঢেমশা হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। সে সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র। এ ঘটনায় আহত হন একই এলাকার মো. আরিফ। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও হতাহতের স্বজনরা জানান, তারা ২টি মোটরসাইকেলে করে ৪ বন্ধু মিলে লোহাগাড়ার আমিরাবাদে এক বন্ধবীর বিয়েতে আসছিলেন। ঘটনাস্থলে কক্সবাজারমুখি একটি বাস একইমুখি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাকিব ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    জানা যায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত আরিফকেপ্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    দোহাজারী হাইওয়ে থানার এসআই আহসান হাবিব বলেন, অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…