এইমাত্র
  • সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত প্রধান উপদেষ্টার
  • বিশ্ব মানবাধিকার দিবস আজ
  • পোশাক শ্রমিকদের বেতন বেড়েছে ৯ শতাংশ
  • এখন ঢাকায় ইউরোপের নতুন ৮ দেশের ভিসা মিলবে
  • এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস
  • কুষ্টিয়ায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দুই নারী গ্রেফতার
  • ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য
  • মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১
  • বাংলাদেশ নিয়ে ভারতে ফেইক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার
  • আজ মঙ্গলবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১০ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সাতকানিয়ায় রাত হলেই শুরু হয় মাটি কাটার মহোৎসব

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

    সাতকানিয়ায় রাত হলেই শুরু হয় মাটি কাটার মহোৎসব

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব চলছে। মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে একাধিক চক্র। কয়েকটি গ্রুপে বিভক্ত চক্রের সদস্যরা বিভিন্ন দলের পরিচয় ব্যবহার করে এসব অবৈধ মাটিবাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।


    স্থানীয় ইটভাটায় এসব মাটির চাহিদা থাকায় তা চড়া দামে বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।

    এলাকাবাসীর অভিযোগ, মাছ চাষের কথা বলে পুকুর খনন ও মৎস্য খামার স্থাপনের কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবরে আবেদন করে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও স্থাপনা নির্মাণকারীদের কাছে বিক্রি করছে মাটি বিক্রেতা সিন্ডিকেট। মাটি আনা-নেয়ার ফলে অধিকাংশ গ্রামীণ কাঁচাপাকা সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, মূলত প্রশাসনকে ম্যানেজ করে এসব মাটিখেকো তাদের অবৈধ মাটি বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা নামতেই মাটি কাটার তৎপরতা শুরু হয়। রাত গভীর হলেই স্কেভেটর দিয়ে শুরু হয় মাটি কাটা। ব্যক্তিমালিকানাধীন জমির পুকুর খনন ও পুকুরের পার বাঁধার নামে মাটি কেটে তা ইটভাটায় পাচার করা হচ্ছে।

    একাধিক সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা যাতায়াতের বিভিন্ন সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাটি কারবারিরা সোর্স লাগিয়ে রেখেছে। তাদের কাজ হচ্ছে প্রশাসনের গতিবিধির ওপর নজরদারির মাধ্যমে অভিযানের আগাম তথ্য জানিয়ে দেওয়া।

    জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি ইটভাটা গড়ে উঠেছে উত্তর ঢেমশা, দক্ষিণ ঢেমশা, তেমুহনী, রসুলাবাদ ও দক্ষিণ ছদাহা এলাকায়। সাতকানিয়ার পশ্চিমে বাঁশখালী সীমান্ত এলাকায় পাহাড় ঘেঁষে এওচিয়া ছুড়ামনি ও ছনখোলা এলাকায় পাহাড়ের পাশে রয়েছে ১০-১২টি ইটভাটা। প্রতিদিন রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন এলাকার মাটি কেটে এসব ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নির্মাণাধীন রেললাইন ঘেঁষে উত্তর ঢেমশা ও তেমুহনী মৌজায় আওয়ামী শাসনামলে তাদের দলীয় লোকজন গত কয়েক বছর ধরে শত শত হেক্টর ফসলি জমির মাটি কেটে নেয়ার ফলে এক সময়ের ফসলি জমি এখন বিশাল লেকে পরিণত হয়েছে।

    জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘মাটি কেটে বিক্রয়ের কোনো অনুমতি নেই। পুকুর সংস্কার করতে যে মাটি উঠবে তা দিয়ে পুকুরের পার বাঁধতে পারবে। বিক্রি করতে পারবে না।’

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…