গত ভারত সিরিজের সময় আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের কথা জানান সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় তিনি বর্তমান ক্ষমতাসীনদের রোষানলে। তার পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থানের মাঝে তাকে দেশে আসতে মানা করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ফলেটেস্টে মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি তার।
টি-টোয়েন্টি, টেস্টের শেষ ধরে নিলেন ওয়ানডে এখনো বাকি। যে সংস্করণ থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নিতে চান সাকিব। তবে তাকে বাংলাদেশের হয়ে ওয়ানডেও খেলতে না দেখায় সংশয় এখানেও থাকছে।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চাননি সাকিব, বিসিবি জানায় এমন। বলা হয়েছিল, প্রস্তুতি না থাকায় খেলতে চাননি বাঁহাতি অলরাউন্ডার। এখন টি-টেন লিগে খেলার মধ্যে আছেন সাকিব। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে আপত্তি থাকার কথা না তার। তবে উন্ডিইজদের বিপক্ষে খেলার আগে বিসিবিকে তিনটি শর্ত পূরণের দাবি জানান টাইগার অলরাউন্ডার সাকিব।
জানা যায়, দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে আসা-যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন সাকিব। কিন্তু এসব বিষয়ে বিসিবি কোনো সুরাহা করতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন না সাকিব বলে দাবি বাংলাদেশের গণমাধ্যমের। তাতে টাইগার এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দিচ্ছে!
সাকিবের এসব বিষয়ে বিসিবির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছেন, সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে এবং দেশে খেলার সুযোগ করে দিতে। কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে।
এ ব্যাপারে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘সাকিবের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়ায় বিসিবির কিছু করার সুযোগ নেই। তারা কেবল সরকারকে অনুরোধ করতে পারে মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য।
এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। সাকিব দেশের মাঠে খেলতে পারে না, দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন।’
তবে সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই। মূলত বিসিবি তার শর্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত।
এফএস