এইমাত্র
  • যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে
  • ‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
  • কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
  • মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
  • হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
  • চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
  • শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
  • ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
  • গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    জাতীয়

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত: রিজওয়ানা হাসান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত: রিজওয়ানা হাসান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

    বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন এবং জোরদার করতে আগ্রহী ভারত। একই সঙ্গে, বিভিন্ন কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে কালো মেঘ জমেছে, তা দূর করতে চান তারা।

    সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, ভারতীয় পররাষ্ট্র সচিব বারবার বলেছেন, বাংলাদেশে সম্পর্কের উন্নয়ন এবং তা জোরদারের ব্যাপারে ভারত দৃঢ়ভাবে আগ্রহী।

    তিনি বলেন, ভারতীয় পক্ষ বাংলাদেশে গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাগুলোর বিষয়ে অবগত রয়েছে এবং ভারত সম্পর্ক উন্নয়নের প্রতি আগ্রহী। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে, তারা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চায় এবং ভারতে বাংলাদেশ নিয়ে চলমান অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

    এছাড়াও, সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ভারতকে উদ্বেগ জানানো হয়েছে। তিনি জানান, ভারতের পক্ষ থেকে বল হয়েছে, তারা এসব কর্মকাণ্ডে দায়ী নয় এবং ভারতীয় মিডিয়া ও সংগঠনগুলো এসব প্রচারণা চালাচ্ছে।

    ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ভিসা ইস্যুতে উত্থাপিত অসুবিধার প্রতি লক্ষ্য রেখেছে এবং শিগগিরই ভিসা বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…