গলাচিপায় তাফসীরুল কুরআন মাহফিলে দুই জন বৌদ্ধ এবং একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার উলানিয়া বন্দরে যুব সমাজের উদ্যোগে মাসজিদুল আয়শা (রাঃ) মসজিদ মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হুমায়ুন কবির ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, মুফাসসিরে কোরআন এবং ইসলামিক আলোচক মাওলানা রুহুল আমিন ফারুকী।
এই মাহফিলে প্রধান অতিথি মুহাম্মাদ জামাল উদ্দীন তিনজন অমুসলিম যুবককে কালিমা পড়িয়ে মুসলমান করেন। মুসলিম ধর্ম গ্রহণ করা যুবকেরা হলেন এলটন চাকমা(২৬) মুসলিম হিসেবে নতুন নাম রাখা হয়েছে আহমদ। পেশায় একজন ব্যবসায়ী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মুক্তাছড়ি গ্রামের নলিন্দ্র চাকমার ছেলে। অপরজন নয়ন্ত চাকমা মুসলিম হিসেবে নতুন নাম রাখা হয়েছে নাজমুল আহসান। পেশায় তিনি একজন শিক্ষার্থী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার শুকনাছড়ি গ্রামের নীল কুমার চাকমার ছেলে। তারা দুইজনই এতদিন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
এদিকে হিন্দু ধর্মাবলম্বী সুমন দাস(৫০) কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। তিনি চাঁদপুর জেলার সদর থানার ঘোষপাড়া এলাকার সুনীল দাসের ছেলে। পেশায় তিনি দিনমজুর। এ তথ্য নিশ্চিত করেছেন উলানিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মো. সানাউল্লাহ শামীম।
জানা যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর ইসলাম ধর্মের শিক্ষা ও সৌন্দর্য সম্পর্কে আলোচনার বয়ান ও তাফসির শুনে তারা নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করার সিদ্ধান্ত নেন। মাহফিলে উপস্থিত ইসলামী আলেমরা তাদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তাদের ইসলামি জীবনযাত্রার প্রাথমিক দিকনির্দেশনা দেন।
এবি